মেমসাহেব
Mumbai
"মেমসাহেব" বইটি সম্পর্কে কিছু কথা:
Ahmedabad
বই 📚 লিংক ⏩ https://rkmri.co/ml205AAelyRm/
মানুষের জন্ম যেমন আকস্মিক রহস্যময় অনিশ্চয়তায় ভরা, জন্মের পরও তার ব্যতিক্রম হয় না। কখন কার জীবন হাসিতে গানে আনন্দে ভরে উঠবে বা কখন কে মহাদুর্যোগের মুখােমুখি। হবে, তা আমরা কেউ জানি না। জানি না কে সার্থক হবে বা ব্যর্থ হবে, কে সুখী হবে বা কে সারাজীবন পদে পদে দুঃখ পাবে। তবু আমরা স্বপ্ন দেখি এই জীবন এই পৃথিবী নিয়ে। তাই বােধহয় আমরা সবাই অতি শৈশবেই মায়ের বুকের দুধ খেতে খেতে বার বার বিস্ময়মুগ্ধ স্বপ্নাতুর দৃষ্টিতে তাকাই নতুন পৃথিবীর দিকে। তখন থেকেই কি মানুষ স্বপ্ন দেখতে শুরু করে ?
বই 📚 লিংক ⏩ https://rkmri.co/ml205AAelyRm/
সত্যি বলতে Facbook দেখে বইটা কিনছিলাম৷ এক কথায় অসাধারণ বই৷ মেমসাহেব লেখকের জীবনে যে কি ছিলো সেটা মেমসাহেবর মৃত্যুর পর বোঝা যায়৷ মেমসাহেব তাকে এতোটাই ভালবাসা দিয়েছিল যে মেমসাহেবের মৃত্যুর পর লেখক বিয়ে করেনি৷ এই গল্পের বইটা পড়লে আধুনিক জীবনের প্রেম ফিকে মনে হবে৷ আর হ্যাঁ লেখক এটাও বুঝিয়ে দিয়েছে যে কোন মেয়ে যদি চাই তাহলে উৎস দিয়ে একটা ছেলেকে অনেক ভাল একটা জায়গায় নিয়ে যেতে পারে৷ গল্পের নায়ক ছিলো খুবই সামান্য একজন রিপোর্টার সেখান থেকে মুম্বাইয়ে নাম করা সাংবাদিক হওয়ার পিছনে একজনের উৎসাহ ছিলো সবচেয়ে বেশি সেটা হলো মেমসাহেব৷ যার রূপ ছিলো না৷ কিন্তু ভালবাসতে পারার গুন ছিলো৷ আবারও বলছি বাইটা পড়লে এখনকার প্রেম আপনাদের কাছে ফিকে মনে হবে৷ চাইলে যে একটা মেয়ে একটা ছেলের জীবন গড়ে দিতে পারে মেমসাহেব গল্পে মেমসাহেব তার জ্বলন্ত প্রমাণ৷ আমি এই বইটা বিশেষ করে মেয়েদের পড়তে অনুরোধ করবো বেশি৷ Review By Md Nazmul Islam

